মাদুরাই শাড়ি

 মাদুরাই সুনগুড়ি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের একটি সুতি কাপড়, যা খ্রিস্টীয় সপ্তদশ শতকে আসা সৌরাষ্ট্রীদের দ্বারা কোঁচকা এবং রঞ্জক (প্রাকৃতিক রঞ্জক ব্যবহার করে) পদ্ধতিতে উৎপাদিত একচেটিয়া বয়ন পণ্য যা রাজা তিরুমালাই নিকারের পৃষ্ঠপোষকতায় মাদুরাইতে পাড়ি জমায়। ফ্যাব্রিকের ঐতিহ্যবাহী জনপ্রিয় ব্যবহার শাড়ি হিসাবে হলেও ফ্যাব্রিকটি এখন শার্ট, সালোয়ার, শালস, হ্যান্ডব্যাগ, বিছানার চাদর এবং বালিশেও ব্যবহৃত হয়।  - উইকিপিডিয়া