Who are we:


বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষে বেশ কয়েক বছর আমি শিক্ষক হিসাবে বিভিন্ন স্কুল এ কাজ করি। সাধারন বাঙালি পরিবারের মতই আমাকেও একটা সময় পরে পরিবারে সম্পূর্ণ মনোনিবেশ করতে হয়। তবুও নিজের মত করে কিছু করার উৎসাহ কখনো হারিয়ে যায়নি। আমার এই উদ্যোগ সেই ইচ্ছার বহিঃপ্রকাশ।


যুগ এর সাথে সামাজিক পরিবর্তন অবশ্যম্ভাবী। কিন্তু এই পরিবর্তনের মাঝেও বাঙালি বেশে রুচি ও শালীনতার সমন্বয়ে প্রতেকের নিজ নিজ ব্যক্তিত্ব প্রকাশ পায়। আধুনিক নারীর বেশে এর প্রতিফলনের প্রয়াসে এই উদ্যোগ।


What we do:


এটি একটি অনলাইন বিজনেস পোর্টাল। এখানে আমরা কিছু নির্দিষ্ট ঐতিহ্যবাহী ও রুচিসম্মত বাঙালি পোশাকের সমারোহ রাখার চেষ্টা করেছি। প্রাথমিক ভাবে শাড়ি দিয়ে শুরু করেছি, যেখানে বেশিরভাগ শাড়ি সারাসরি তাতিদের কাছ থেকে সংগ্রহ করা।